মরণঘাতী করোনা ভাইরাসের কারণে “লকডাউন” মানছে না গাজীপুরের অধিকাংশ এলাকার মানুষ । 250 0
মরণঘাতী করোনা ভাইরাসের কারণে “লকডাউন” মানছে না গাজীপুরের অধিকাংশ এলাকার মানুষ ।
আশিকুর রহমান, গাজীপুর থেকে
বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাস সংক্রামন রোধে যখন দিশেহারা অবস্থা , উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে । এই সময়ে এসে আমাদের বাংলাদেশ সরকার গত২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ২০২০ পর্যন্ত দুর্যোগকালিন সাধারন ছুটি ঘোষনা করেছেন করোনা ভাইরাস রোধকল্পে । পুরোদেশে জনসমাগম ও যানচলাচল যখন শূন্য, ঠিক তখনই ঢাকার অন্যতম পার্শ্ববর্তী ব্যাস্ততম জেলা গাজীপুরের চান্দনা চৌরাস্তার লকডাউনের ৪র্থ দিনের দৃশ্যপট অনেকটাই ভিন্নতার দেখা মিলেছে।সর্বোচ্চ সচেতনতার এই সময়ে ও,এই স্থানে দেখা মিলেছে শতশত মানুষের ঢল।বাড়িতে যাওয়ার জন্য হুমরি খেয়ে পড়েছে সাধারণ মানুষ। মহাসড়কে দেখা যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরি ভূমিকা।
দুরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও যাত্রী পরিবহনে দাবরিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিক্সা,সি এন জি, কভার্ড ভ্যান, পিক আপ ট্রাক এবং প্রাইভেটকার । উল্লেখিত পরিবহন গুলোতে দেখা মিলছে যাত্রী পরিবহনের চিত্র।
এছাড়াও সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, বাইক রাইড শেয়ারিংএর মাধ্যমে লকডাউন এর নিয়মের কোন তোয়াক্কা না করেই যাত্রী বহন চলছে হরহামেশাই।
তবে,সংশ্লিষ্ট এসব অটোরিকশা চালকরা বলছেন,এক প্রকার নিরুপায় হয়েই, ঘরে খাবার না থাকায় জিবনের ঝুকি নিয়েও বাধ্য হয়েই অটোরিক্সা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। বিত্তশালীদের সহায়তা আর সরকারের সুদৃষ্টির পড়লেই ঘর থেকে বের না হবার কথা জানিয়েছেন তারা। এছাড়াও মহাসড়কের সংগে যুক্ত শাখা রাস্তাগলোতে চলছে লোকজনের আড্ডা ,পাড়া মহল্লায় খুব বেশি সচেতনতার প্রচার না থাকায় লোকসমাগম চোখে পড়ার মত ।